
সৌমী সেন : বাঙালী বরাবরই বিশ্ব জয় করে এসেছে | তা সে খেলায় হোক বা সাহিত্য, বিনোদন জগৎ, সব জায়গাতেই বাঙালি তার নিজের প্রতিভার স্বীকৃতি রেখেছে । আর তাই পশ্চিমবঙ্গের প্রতিভাবান ক্রীড়াবিদরা যে অলিম্পিকে অংশগ্রহণ করবে এটা আর আশ্চর্যের কি কারণ এর আগেও তো আমরা আরতি সাহা, বুলা চৌধুরী, মাসদুর রহমানদের দেখেছি ইংলিশ চ্যানেল পার করতে l এবার নতুন বুলা চৌধুরীদের বিশ্ব জয় করার পালা ।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী সাঁতারুদের সাথে পরিচয় করানো হলো । মোট ৩৭ জন বিশেষভাবে সক্ষম অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । ২৫ মার্চ থেকে ২৭ মার্চ রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হবে প্যারা অলিম্পিক । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বৈশালী ডালমিয়া, আদিত্য ডালমিয়া, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ এর অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ সহ দল ম্যানেজার সুনীল বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিত্ব । অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকটি প্রতিযোগীর হাতেই জার্সি, ব্যাগ, জুতো প্রমূখ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় । অনুষ্ঠানের শুরুতে যখন বৈশালী ডালমিয়াকে বরণ করতে আসেন প্রতিযোগী তাসপুরা তখন বৈশালী ডালমিয়া নিজেই তাসপুরাকে বরণ করে নেন | তারপর তিনি তাঁর প্রতিভার কথা বলেন সবাইকে | তাসপুরা এখনো পর্যন্ত ষোলটি মেডেল পেয়েছে তার মধ্যে তিনটি সোনা, পাঁচটি ব্রোঞ্জ এবং আটটি রুপো । তাসপুরার সাফল্যে মুগ্ধ সবাই তবে শুধু তাই নয় তার মতো আরো বাকি প্রতিভাবান খেলোয়াড়রা সেখানে উপস্থিত ছিলেন আশা করা যায় আগামী দিনে এদের মধ্যে থেকেই কেউ ইংলিশ চ্যানেল পার করবেন।
