নিগমানন্দ ঠাকুর : বসন্তের আবহে বাংলা বছরের শেষ মাসও মূলত উৎসবের মাস । এই মাসেই শিবের গাজন, বাসন্তী পুজো, রাম নবমীর মতো ধর্মীয় উৎসবের পাশাপাশি চলে কেনাকাটার উৎসবও যাকে আমরা বলে থাকি “চৈত্র সেল” । তবে চৈত্র সেল মূলত জামাকাপড়ের ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে । এই চৈত্র মাসকে মাথায় রেখেই গত ১১ বছরের মতো এবছরেও “চৈত্রের মেলবন্ধন” নামক মেলার আয়োজন করেছে “জায়া” সংস্থা । কলকাতার বেহালা অঞ্চলের পর্ণশ্রীতে এই মেলা চলবে ৮ এপ্রিল থেকে ১০ এপ্রিল ।

উদ্যোগী সংস্থার কর্ণধার পায়েল দাস জানালেন,“৩ দিনের এই মেলায় থাকছে মোট ২২টি স্টল । মেলায় থাকছে বুটিক, গহনা, প্রসাধন সামগ্রিক বিভিন্ন স্টলের পাশাপাশি ভোজন রসিকদের জন্য পেটপুজোর নানারকম ব্যবস্থা । বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে রান্নার প্রতিযোগিতা ও সন্ধ্যয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।” ৮ এপ্রিল “চৈত্রের মেলবন্ধন”-এর উদ্বোধন করবেন স্থানীয় বিধায়ক রত্না চ্যাটার্জী । প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত্রি ৯ টা পর্যন্ত চলা এই মেলায় প্রবেশের জন্য কোন প্রবেশ মূল্য নেই । বাসন্তী পুজোর ঢাকের অাওয়াজে বেহালাবাসীদের মেলবন্ধনের জন্য প্রস্তুত “চৈত্রের মেলবন্ধন” । চৈত্র শেষে স্বাগত ১৪২৯ ।