
সৌমী সেন : ঋতুরাজ বসন্ত । প্রকৃতি নিজের মনের মত করে এই সময়টাকে সাজিয়ে তোলে। চারিদিকে শিমুল পলাশ এর আনাগোনা । আর, বসন্ত মানেইতো দোল উৎসব।নিজেকে রাঙিয়ে নেওয়ার সময় । বসন্ত উৎসব কে কেন্দ্র করে চারিদিকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। ঠিক এই রকমই একটি অনুষ্ঠানের সাক্ষী থাকলাম আমরা | নটি বিনোদিনী এম্পিথিয়েটার এ অনুষ্ঠিত হলো জয়া গ্রুপের বসন্ত উৎসব। “নব আনন্দে জাগো” গানের সাথে উদ্বোধনী নৃত্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান | অনুষ্ঠানসূচি তে শুধু নৃত্য ছিল তাই নয় খুদে প্রতিভাদের নৃত্য, আবৃত্তি এবং গান ছিল চোখে পড়ার মতো।

প্রত্যাশা, সুরঅঙ্গনের ও জয়া গ্ৰুপের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । প্রতিটি গ্রুপের শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের খুব যত্নসহকারে তৈরি করেছেন আর তারই প্রতিফলন দেখা গেল মঞ্চে। সব মিলিয়ে সন্ধেটা জমজমাট হয়ে উঠেছিল | শিক্ষিকারা নিজেরাও নৃত্যে অংশগ্রহণ করেন। এরপর ছিল আবিরে একে অপরকে রাঙিয়ে নেওয়ার পালা। এই ভাবেই সন্ধ্যেটা রঙিন হয়ে উঠেছিল এই অনুষ্ঠানের মাধ্যমে।
