মহা পঞ্চমীর উৎসবে ডান্স বাংলা ডান্স

মহা পঞ্চমীর উৎসবে ডান্স বাংলা ডান্স

আজ পঞ্চমীর সুখ সন্ধ্যা আরও সুন্দর মুখরিত হয়ে ওঠে জি বাংলার পর্দায়। ডান্স বাংলা ডান্স।


মেঘাস্টার জিৎ এর উপস্থিতি এই রিয়েলিটি শো কে আরও প্রানবন্ত করে তোলে আর সঙ্গের সঙ্গি যদি হয় লাস্যময়ী শুভশ্রী তাহলে তো আর বলার অবকাশই থাকে না।


উপরি পাওনা হিসেবে সঙ্গে আরও দুই অতিথি তনুশ্রী ও রীতাভরির যুগলবন্দী। 


এই সবাই কে নিয়ে ডান্স বাংলা ডান্সের মঞ্চ একেবারে জমজমাট জবরদস্ত। 


এখানেই শেষ নয়, আরও চমক, সঞ্চালনায় অঙ্কুশ আর বিক্রমের নজরকাড়া উপস্থিতি।

 ঢাকের শব্দ,আশ্বিনের কাশের মেলা, এক মুঠো শিউলি , এই সব নিয়ে চোখ রাখুন জি বাংলায় তালে – ছন্দে সবার প্রিয় পরিচিত ডান্স বাংলা ডান্স।

administrator

Related Articles