মেঘের ঠিকানা খুঁজতে পাহাড়ে তথাগত

মেঘের ঠিকানা খুঁজতে পাহাড়ে তথাগত

প্রচণ্ড দাবদাহে এ যেন এক ঝলক পাহাড়ি ঠাণ্ডা বাতাস । সেই বাতাস বয়ে নিয়ে এল রেজারাকশন এন্টারটেনমেন্ট প্রযোজিত, সেলিব্রিটি ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষ পরিচালিত মিউজিক ভিডিও “মেঘের ঠিকানা” । ভার্দে ভিস্টা ক্লাবে বিলাসবহুল অনুষ্ঠানের মধ্যে দিয়ে রিলিজ হল মিউজিক ভিডিওটি । এই মিউজিক ভিডিওতে গান গেয়েছেন শ্রেষ্ঠা দে, গানের সুর করেছেন সৌপ্তিক মজুমদার । মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন  নবাগতা অভিনেত্রী নীল দে ।     পাহাড়ের সুন্দর বরফ ঢাকা পটভূমিতে এক নিসঙ্গ মেয়ের প্রকৃতির সঙ্গে মিলে মিশে বেঁচে থাকার  একান্ত নির্জন গল্প মানুষের সামনে তুলে ধরলো মিউজিক ভিডিও “মেঘের ঠিকানা” । গানেও রয়েছে সেই নির্জনতার গুঞ্জন ।


এ বিষয়ে তথাগত জানালেন, “নারীর মন আর প্রকৃতি কোথাও গিয়ে মিলে মিশে যেন একাকার হয়ে যায়, এই মিউজিক ভিডিওতে একজন একলা নারীর মধ্যে দিয়ে তেমনি এক সংমিলনের গল্প তুলে ধরতে চেয়েছি আমরা । বরফ আর কুয়াশা ঢাকা পাহাড়ের মাঝে এক একলা মেয়ে খুঁজতে বেরিয়েছে মেঘের ঠিকানা, ভালো থাকার রসদ… এই মিউজিক ভিডিওর মধ্যে দিয়ে সেই মন ভালো করা অভিযান তুলে ধরতে চলেছি আমরা ।” 


অন্য দিকে মিউজিক ভিডিওর অভিনেত্রী নীল জানালেন, “তথাগত ঘোষের সঙ্গে কাজ করতে পারা সত্যিই একটা দারুণ অভিজ্ঞতা । এই মিউজিক ভিডিও শ্যুটিং এর সময় ভীষণ মজা করে কাজ করেছি আমরা, তাঁর পরিচালনায় আমায় অভিনয় করার ক্ষেত্রেও অনেক সাহায্য করেছে ।”


মিউজিক ভিডিও উদ্বোধন অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রখ্যাত সঞ্চালিকা মধুমন্তি মৈত্র, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষা বিশ্বনাথন, রূপসজ্জা বিশেষজ্ঞ কেয়া শেঠ, মিষ্টি শেঠ, অভিনেতা শঙ্কর চক্রবর্তী, অসীম রায় চৌধুরী প্রমুখ ।

administrator

Related Articles