বৈঠকখানা ডেস্কঃ এক দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে ‘দাদাগিরি’। তবু আজও টেলিভিশনের দর্শকদের মধ্যে দাদাগিরি নিয়ে সমান উন্মাদনা রয়ে গিয়েছে। এবার দাদা তাঁর অনুগামীদের আরো বেশি উত্তেজিত করবে বলে মনে হচ্ছে। গত সিজনের পর পরবর্তী সিজন ফিরে আসতে একটু হয়ত বেশি সময় লাগছে তবে ফের সঞ্চালকের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়ে আসতে চলেছেন দাদাগিরির আরো নতুন একটি সিজন। এই সিজনে সবার প্রিয় মহারাজকে দেখতে পাওয়া যাবে একেবারে নতুন লুকে।
যদিও বিসিসিআই-এর প্রেসিডেন্টের কাধে রয়েছে অনেক দায়িত্ব। তবু সেও ব্যস্ততার ফাঁকে আবার ছোটপর্দায় ফিরছেন দাদা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দাদাগিরির সেট থেকে কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লেখেছেন ‘আশা করব একটা ভালো সিজন দেখতে পাবেন আপনারা’। তাতে কমেন্ট করেছেন টলিউডের ব্যোমকেশ আবির চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন ‘ওয়েলকাম ব্যাক’।
ইতিমধ্যে ‘দাদাগিরি’-র প্রোমো সামনে এসেছে। শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সম্প্রচারিত হবে ‘দাদাগিরি’ সিজন ৯ এর প্রথম পর্ব। প্রতি বছরই নতুন চিন্তাভাবনা নিয়ে আসে এই টেলিভিশন রিয়্যালিটি শো। এবারের প্রোমোতে দাদাকে বলতে শোনা গিয়েছে, হাত বাড়ালেই বন্ধু।
এর আগের বছরগুলিতে নির্মাতাদের তরফে বিভিন্ন রকম থিম গ্রহণ করা হয়েছিল। এবার দাদাগিরির থিম ‘হাত বাড়ালেই বন্ধু’। এর আগে দাদাগিরির প্রতিটি পর্বেই রাজ্যের বিভিন্ন জেলার জন্য উন্নয়নমূলক কাজে অনুদান দেওয়া হত। দাদাগিরির এবারের থিমের নাম শুনে বোঝা যাচ্ছে এবারও সেরকমই কোন পরিকল্পনা রয়েছে নির্মাতাদের মধ্যে।
সম্প্রতি ‘দাদাগিরি’-র একটি বিশেষ পর্বের শ্যুটিং হইয়ে গেল কলকাতায়। সেই এপিসোডে মুম্বই-এর শিল্পীদের পাশাপাশি কলকাতার শিল্পীদেরও দেখা গিয়েছে। ছিলেন আকৃতি কক্কর, ইমন চক্রবর্তী, রাঘব, রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য ও শ্রীকান্ত আচার্য। শ্যুটিংয়ের সময় আকৃতি কক্কর জানান, তিনি দাদার বিরাট বড় ফ্যান।
প্রসঙ্গত, ‘দাদাগিরি’ বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নন ফিকশন শো। প্রতিবছরের মতো এই বছরের এই শো-তে সাধারণ প্রতিযোগীদের সঙ্গে দেখা যাবে সেলিব্রিটি প্রতিযোগীদের। প্রতি উইকেন্ডে সম্প্রচারিত হয় এই শো। আগের সিজনগুলিতেও টিআরপি তালিকায় অন্যতম সেরা নন ফিকশন শো হিসেবে নির্বাচিত হয়েছিল। এবার দেখার এই সিজন কেমন উন্মাদনা ছড়ায়।
