সুব্রত সেনঃ ফেলুদা সবসময়েই ফেভারিট। তাই বইয়ের পাতা থেকে সিনেমা আর এখন ওটিটি প্লাটফর্মে। বারবার ফেলুদা চরিত্রের অভিনেতারা পাল্টে গিয়েছেন। আবার ঘুরেও এসেছেন। এবার অরিন্দম শীলের পরিচালনায় ফেলুদার চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরম প্রথমে ছিলেন তোপসে। তারপর আড্ডাটাইমসের ফেলুদা সিরিজ়ে নিজের পরিচালনায় ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। পরমব্রত। কিন্তু তপসে হবেন কে?
অরিন্দম শীলের পরিচালনায় এবার পাল্টে যাচ্ছে তোপসে। এর আগে আড্ডাটাইমসের ফেলুদা সিরিজ়ে তোপসের ভূমিকায় দেখা গিয়েছিল ঋদ্ধি সেনকে। অরিন্দম শীল পরিচালিত এই ওয়েব সিরিজে তোপসের ভূমিকায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে। অরিন্দমের সিরিজ়ের প্রথম সিজ়নের গল্প ‘গ্যাংটকে গণ্ডগোল’। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে পরপর ‘মহানন্দা’, ‘খেলা যখন’-এর শুট শেষ করেছেন পরিচালক।
দর্শক সদ্য টোটা রায়চৌধুরীকে দেখেছে সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদার ছবিতে। এবার ওয়েব প্ল্যাটফর্মে আরও এক নতুন স্টারকাস্টের হাত ধরে আসতে চলেছে সত্যজিতের ফেলুদা। কয়েক বছর আগে পর্যন্তও টলিউড ইন্ডাস্ট্রি সেলুলয়েডে ব্যোমকেশ নিয়ে টক্কর দেখেছে। এবার ওয়েব প্ল্যাটফর্মে সৃজিতের ফেলুদার পর আসছে অরিন্দম শীলের ফেলুদা।
শোনা যাচ্ছে, পরমব্রতই প্রথমে জি ফাইভের ফেলুদার নয়া সিরিজ পরিচলনার দায়িত্বে ছিলেন, কিন্তু বিভিন্ন প্রজেক্টের ব্যস্ততাট তিনি সিরিজের দায়িত্বভার নিজেই অরিন্দম শীলকে দেন। অশোক ধনুকার প্রযোজনায় জি ফাইভে আসতে চলেছে ফেলুদাকে নিয়ে নয়া সিরিজ।