নয়নীকা সরখেলঃ আজকাল জনপ্রিয় খাবারগুলির অন্যতম একটি হল পিৎজা। প্রায় সব বয়সের মানুষরাই বিশেষ করে তরুণ-তরুণীরা পিৎজা খেতে ছোটেন রেস্টুরেন্ট-এ। কিন্তু এমনও তো হতে পারে পিৎজা খেতে ইচ্ছে হল কিন্তু তখন রেস্টুরেন্টে আওয়ার উপায় নে। তাই জেনে রাখুন কীভাবে বাড়িতে বানাবেন পিৎজা।
উপকরণ
ময়দা: ২ কাপ, টোম্যাটো সস: ১০০ মিলিগ্রাম, টোম্যাটো: ১টি, পেঁয়াজ: ২টি, চিলি ফ্লেক্স: ১ টেবিল চামচ, বেকিং পাউডার: ১ টেবিল চামচ, চিনি: ১ টেবিল চামচ, প্রসেসড চিজ: ১০০ গ্রাম, মাশরুম: ৪টি, ক্যাপসিকাম: ১/২ টি, অরিগ্যানো: ১ চা চামচ, মোৎজারেল্লা চিজ: ১/২ কাপ, ড্রাই ইস্ট: ১ চা চামচ, জল: পরিমাণ মতো।
প্রণালী
প্রথমে বানিয়ে ফেলতে হবে পিৎজার রুটি বা পিৎজা বেস। এটি তৈরি হবে দু’টি পাত্রে। প্রথম পাত্রে একে একে ময়দা, পরিমাণ মতো নুন ও বেকিং পাউডার নিয়ে ভাল করে ছেঁকে নিন। এই মিশ্রণের মাঝখানে সামাণ্য জায়গা করে এক চা চামচ তেল ঢেলে দিন। এর পর অন্য পাত্রে ঈষৎ উষ্ণ জলে ইস্ট ও চিনি ঢেলে ভাল করে গুলে নিন। মিশ্রণ তৈরি হয়ে গেলে তা ১৫ মিনিটের জন্য সরিয়ে রাখুন। ইস্ট তৈরি হয়ে গেলে আগের পাত্রের ময়দা মাখায় জল ঢালার সঙ্গে সঙ্গে তা মিশিয়ে দিন। এ বার এটি ৪-৬ ঘণ্টা রেখে দেওয়ার পরে শেষ বারের মতো আর এক বার ভাল করে মেখে নিন।
এ বার ওভেনটি আগে থেকে একটু গরম করে নিন। মেখে রাখা মণ্ডটি থেকে বানিয়ে ফেলুন গোল বেস, এবং প্রিহিটেড অভেনে ১০ মিনিট বেক করুন। তৈরি আপনার পিৎজা বেস। এর পর আলাদা আলাদা পাত্রে ক্যাপসিকাম, টোম্যাটো, পেঁয়াজ ও মাশরুম (আপনি চাইলে নিজের মতো অন্য সব্জিও দিতে পারেন) কেটে কেটে রাখুন। দু’টি আলাদা পাত্রে প্রসেসড ও মোৎজারেল্লা চিজও গ্রেট করে রাখুন।
আপনার তৈরি করা পিৎজা বেসে এবার টোম্যাটো কেচাপ ছড়িয়ে তার উপর মাখিয়ে দিন প্রসেসড চিজ। এর পর একে একে দিয়ে দিন কেটে রাখা সব্জিগুলি। তার ওপর আর একটি স্তরে পুরু করে ঢালুন মোৎজারেল্লা চিজ। সব শেষ ধাপে এই পিৎজা বেসকে অভেনে দশ মিনিট বেক করুন। আপনার পিৎজা তৈরি। উপরে অরিগ্যানো ও চিলি ফ্লেকস ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম।