বৈঠকখানা ডেস্ক- তুরস্কের সুলতান কোজেন হলেন বিশ্বের সবচেয়ে লম্বা বা দীর্ঘকায় পুরুষ। আর ভারতের জ্যোতি আমগে সবচেয়ে ক্ষুদ্রকায় বা বেঁটে মহিলা। মাত্র কয়েকদিন আগে এই দুজনকে পাশাপাশি দেখা গেল মিসরের রাজধানী কায়রোয় ঐতিহাসিক গিজা পিরামিডের সামনে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে সুলতান ৮ ফুট ২ ইঞ্চি লম্বা। আর ২৫ বছর বয়সী জ্যোতি লম্বায় ২ ফুট ১ ইঞ্চি। গিনেস বুকে দুজনেরই নাম ওঠে ২০১১ সালে। মিসরের পর্যটন উন্নয়ন বোর্ডের আমন্ত্রণে সুলতান ও জ্যোতি গিজা পিরামিডের সামনে হাজির হয়েছিলেন সেদিন। বিখ্যাত আকর্ষণীয় পর্যটনকেন্দ্রগুলিতে যাবেন তাঁরা। এ ছাড়া কায়রোয় ফেয়ারমন্ট নাইল হোটেলে একটি সম্মেলনে যোগ দেওয়ারও কথা রয়েছে এই দুজনের।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইটের তথ্যমতে, সুলতানসহ আট ব্যক্তির আট ফুট বা তার বেশি লম্বা হওয়ার তথ্য জানা আছে তাদের। চিনের সি শুন আঙ্কারার এই সুলতান কোজেনের কাছে তার দীর্ঘকায় পুরুষের রেকর্ডটি হারিয়েছেন। ২০০৫ সালে সি শুনের নাম অন্তর্ভুক্ত হয় গিনেস বুকে। তিনি লম্বায় ৭ ফুট ৮ দশমিক ৯৫ ইঞ্চি। দীর্ঘকায় পুরুষের মুকুট হারালেও বিশ্বের সবচেয়ে লম্বা হাতের রেকর্ডটি এখনো কিন্তু সিয়ের দখলে রয়েছে।
জ্যোতির বাড় মহারাষ্ট্রের নাগপুরে। ২০১১ সালে নিজের ১৮তম জন্মদিনে গিনেস বুকে নাম অন্তর্ভুক্ত হয় তাঁর।