ইতিহাস গড়ে দেশে এলো প্রথম সোনা

ইতিহাস গড়ে দেশে এলো প্রথম সোনা

বৈঠকখানা ডেস্কঃ ভারত সোনার পদকের মুখ দেখল টোকিও অলিম্পিকসের একদম শেষ প্রান্তে পৌঁছে। সোনা জিতলেন নীরজ চোপড়া।

তখন সবে একঘণ্টা হয়েছে। টোকিও অলিম্পিকসে ভারতের ঘরে আরও একটি ব্রোঞ্জ পদক এসেছে। বজরঙ্গ পুনিয়া এদিন নীরজের সোনা জেতার ১ ঘণ্টা আগেই ব্রোঞ্জ জেতেন কুস্তি থেকে। খুশি গোটা দেশ। সেইসঙ্গে সকলে তাকিয়েছিলেন এক তরুণের দিকে। যদি তিনি একদম শেষে পৌঁছেও একটা সোনা জিতে নিতে পারেন। তাহলে তো দেশ অন্তত একটা সোনার পদক নিয়ে টোকিও থেকে ফিরতে পারবে। ঠিক সেই কাজটাই করে দেখালেন নীরজ চোপড়া। নীরজ শুধু নিজের স্বপ্নই পূরণই করলেন না। গোটা দেশের স্বপ্ন পূরণ করলেন। হরিয়ানার ছেলে নীরজের হাত ধরে দেশে একটি সোনা এল। ফলে এদিন ২টি পদক এসেছে ভারতের ঝুলিতে।

পুরুষদের জ্যাভলিন থেকে সোনার পদক জিতে নিলেন নীরজ। সেইসঙ্গে দেশের হয়ে গড়লেন অলিম্পিকস রেকর্ড। অলিম্পিকসের আসর শুরু হওয়ার পর এই প্রথম ভারত অ্যাথলেটিক্সের কোনও ইভেন্ট থেকে সোনার পদক জিতল। নীরজ হিটেও সবচেয়ে বেশি দূরে জ্যাভলিন ছুঁড়ে ফাইনালে পৌঁছেছিলেন। তখনই গোটা দেশ স্বপ্ন দেখতে শুরু করেছিল। এদিন তাই বিকেলে গোটা দেশের নজর ছিল টিভির পর্দায়।

এদিন তাঁর দ্বিতীয় থ্রোতে নীরজ ছোঁড়েন ৮৭.৫৮ মিটার। এই থ্রো যখন তিনি করছিলেন, জ্যাভলিন ছুঁড়েই তিনি বুঝতে পারেন আজ একটাকিছু তিনি ঘটাবেন। সে কারণে জ্যাভলিন মাটি ছোঁয়ার আগেই নীরজ হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। যদিও এরপর নীরজ ২টি থ্রো মিস করেন। এমনকি পঞ্চম ও শেষ থ্রো পৌঁছয় ৮৫ মিটারের নীচে। তাতে অবশ্য সমস্যা কিছু হয়নি। কারণ অন্য কোনও প্রতিযোগী তাঁদের ৫ বারের চেষ্টায় ৮৭.৫৮ মিটারের ওপর ছুঁড়তে পারেননি।

অলিম্পিক গেমস থেকে সোনা আসা নিয়ে উদ্বিগ্ন ছিল গোটা ভারত। ব্রোঞ্জ, সিলভার হল, এবার চাই সোনা। সেই সোনা এনে দিলেন নীরজ চোপড়া। সব থেকে আনন্দের ও গর্বের ব্যাপার এই যে এই প্রথমবার নীরজ অলিম্পিক্সের আসরে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। আর তিনি যেন এলেন, খেললেন আর জয় করলেন।

হরিয়ানার ছোট্ট একটা গ্রাম থেকে বছর ২৩ এর যুবকের চোখে স্বপ্ন ছিল, আর ছিল অনুশীলন। এবারে তারই প্রমাণ দিলেন তিনি টোকিও অলিম্পিক্স ২০২১ এর ময়দানে। এই নীরজ ২০১৫ সালে, ৬৮.৪ মিটার জ্যাভলিন ছুড়ে একটি জুনিয়র জাতীয় রেকর্ড করেছিলেন। এরপর, ২০১৬ এর দক্ষিণ এশীয় গেমে তিনি ভারতীয় ৮২.২৩ মিটার জ্যাভলিন ছুড়ে স্বর্ণ পদক জয় করেছিলেন। কিন্তু টোকিও অলিম্পিক্স এর এই স্বর্ণ পদক জয় ভারতের বুকে এনে দিয়েছে গর্ব। যারা দুঃখ করছিলেন ভারত এখনও একটাও সোনা পেলনা, চীন, ইউ এস এ, ইতালি সব নিয়ে যাচ্ছে, তাদের মুখে আজ চওড়া হাসি ফুটতে বাধ্য। ভারতের ছেলে নীরজ যে সোনা এনে দিয়েছেন ভারতের ঘরে।

administrator

Related Articles